অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লজ্জাজনক হারের পর এবার রিয়াল মাদ্রিদ শিবিরে নেমে এলো আরও বড় দুশ্চিন্তা। রিয়াল নিশ্চিত করেছে, দলের অধিনায়ক ও মূল ডিফেন্ডার দানি কারভাজাল ডান পায়ের সোলিয়াস পেশীতে চোট পেয়েছেন।
স্প্যানিশ সাংবাদিক আরাঞ্চা রড্রিগেজের মতে, এই ইনজুরির কারণে তাকে প্রায় চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে।
গত রাতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ৫-২ গোলে হারের ম্যাচে চোট পান কারভাজাল। এক মৌসুম শুরুর আগে ইনজুরি থেকে সবে সেরে উঠেছিলেন তিনি।
কারভাজালের এই চোট এমন এক সময় এলো যখন দলের ডিফেন্স এমনিতেই নাজুক অবস্থায়। রাইট-ব্যাক পজিশনে তার সঙ্গী, লিভারপুল থেকে ধারে আসা ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডও নভেম্বরের আগে ফিরতে পারছেন না।
ফলে, সামনের ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদকে কোনো স্বীকৃত প্রথম দলের রাইট-ব্যাক ছাড়াই খেলতে হবে।
ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ আমাদের চিকিৎসা টিমের পরীক্ষা শেষে দানি কারভাজাল-এর ডান পায়ের সোলিয়াসে চোট ধরা পড়েছে। তার শারীরিক পরিস্থিতির উন্নতি পর্যবেক্ষণাধীন।
এদিকে, কারভাজালের অনুপস্থিতির কারণে রিয়াল মাদ্রিদকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচে সমস্যায় পড়তে হবে, যার মধ্যে রয়েছে— কায়রাত আলমাতি, ভিয়ারিয়াল, গেটাফে, জুভেন্টাসের মতো দলের বিপক্ষে খেলা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন