দুবাইয়ে অনুষ্ঠিত রোমাঞ্চকর এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে এই জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এসেছে ভারতীয় দলের একটি বিতর্কিত আচরণ।
ফাইনাল শেষে এসিসি চেয়ারম্যান এবং পাকিস্তানের প্রতিনিধি মাহসিন নকভির হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় দল।
একই সাথে পুরো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান খেলোয়াড়দের মধ্যে করমর্দন না করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে এসে সালমান আগা ভারতের আচরণের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ভারত যা করেছে, তা খুবই হতাশাজনক। আমাদের সঙ্গে করমর্দন না করে তারা শুধু পাকিস্তানকে নয়, ক্রিকেটকেই অসম্মান করেছে।
ভালো দলগুলো এভাবে আচরণ করে না। আমরা আমাদের দায়িত্ব পালনের জন্যই একা ট্রফির সঙ্গে ছবি তুলেছি।
আগা আরও বলেন, টুর্নামেন্টের শুরু থেকে ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে দূরত্ব বজায় রেখেছেন। ফাইনালের আগে-পরে, টসে কিংবা ম্যাচ শেষেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাত মেলানো হয়নি।
পাকিস্তানি অধিনায়ক এই ধরনের ঘটনা ক্রিকেটে এর আগে কখনো দেখেননি বলে জানান। তার মতে, এভাবে করমর্দন এড়িয়ে যাওয়া ক্রিকেটের চেতনার পরিপন্থি। ফাইনালের পর ভারত কল্পিত ট্রফি তুলে ধরেছিল, সেটাও এরই ফল। যদি ট্রফি নিতেই না চাও, তবে শিরোপা জিতবে কীভাবে?
পাক অধিনায়ক আরও বলেন, আমরা কেবল পাকিস্তানের হয়ে খেলি না, আমরা ক্রিকেটার হিসেবে তরুণদের জন্য রোল মডেল। যদি কোনো শিশু ভারত বা পাকিস্তানে আমাদের এমন আচরণ দেখে, তাহলে কী শিখবে? এই আচরণ ক্রিকেটের জন্য ভালো বার্তা নয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন