সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৫৫ এএম

আজ সান সিরো স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে ভোট

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৫৫ এএম

সান সিরো স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

সান সিরো স্টেডিয়াম। ছবি- সংগৃহীত

সান সিরো স্টেডিয়ামের ভবিষ্যৎ নিয়ে আজ স্থানীয় কাউন্সিলে হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ ভোট। এসি মিলানের প্রেসিডেন্ট পাওলো স্কারোনি জানিয়েছেন, তিনি আত্মবিশ্বাসী যে সান সিরোর জমি মিলান ও ইন্টারকে বিক্রি করার অনুমোদন মিলবে।

রবিবার রাতে নাপোলির বিপক্ষে পূর্ণ দর্শকে মুখরিত সান সিরোতে খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে। তবে মাঠের এই লড়াইয়ের চেয়েও বড় সিদ্ধান্ত ঝুলছে সোমবারের ভোটে।

ভোটে অনুমোদন মিললে জমি ইন্টার ও মিলানের কাছে হস্তান্তর করা হবে। এরপর ক্লাব দুটি নতুন স্টেডিয়াম নির্মাণের পথ খুলে দেবে এবং বর্তমান সান সিরো—অর্থাৎ স্টাদিও জুসেপে মিয়াজ্জা—ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে।

ডাজন ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে স্কারোনি বলেন, সোমবার আমি আশা করছি বহু বছর আগে শুরু করা এই দীর্ঘ পথচলার শেষ হবে। স্থানীয় কর্তৃপক্ষ দুই ক্লাব এবং সমগ্র ইতালীয় ফুটবলের জন্য বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নেবে বলেই বিশ্বাস করি। 

তবে বিতর্কও চলছে। বিরোধীদের অভিযোগ, দুই ক্লাবের মালিকানা কাঠামো যথেষ্ট স্বচ্ছ নয়, যেহেতু উভয়ই মার্কিন বিনিয়োগ তহবিল—মিলানের ক্ষেত্রে রেডবার্ড এবং ইন্টারের ক্ষেত্রে ওকট্রির মাধ্যমে পরিচালিত।

স্কারোনি এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, মিলানের মালিক রেডবার্ড, যার কর্ণধার গেরি কার্ডিনালে—যিনি নিয়মিত এখানে আসেন, এবং আমরা সবাই তাকে চিনি। 

সুতরাং মালিকানা নিয়ে অস্বচ্ছতার কোনো প্রশ্ন নেই। ইন্টার তাদের বিষয় ব্যাখ্যা করবে, তবে পরিস্থিতি আমাদের মতোই।

তিনি আরও বলেন, আমরা আত্মবিশ্বাসী। কারণ অনুমোদন না এলে ক্ষতিগ্রস্ত হবে সবাই—দুই ক্লাব, মিলান শহর, ইতালি এবং ইতালীয় ফুটবল। 

রূপালী বাংলাদেশ

Link copied!