আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের ৪ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। তাই দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে জাকের বাহিনী।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) এমন ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
খেলাটি টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে সরাসরি সম্প্রচার করবে। জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টাইগাররা।
বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক ও উইকেটরক্ষক), শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), সেদিকউল্লাহ অটল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, ওয়াফিউল্লাহ তারাখিল, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, আব্দুল্লাহ আহমদজাই, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ ও মুজিব-উর-রহমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন