দীর্ঘ ১৪ বছর পর ভারতীয় ফুটবপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ভারতের মাটিতে পা রাখতে চলেছেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের পোস্টে এই কিংবদন্তি নিজেই তার ভারত সফরের খবরটি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আগামী ডিসেম্বর মাসে তিনি ভারতের বেশ কয়েকটি শহরে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। এই সফর মেসির দ্বিতীয় ভারত সফর হতে চলেছে। এর আগে ২০১১ সালে তিনি কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এসেছিলেন।
মেসির এই সফরের সবচেয়ে বড় চমক আসতে পারে মুম্বাই থেকে। খবর অনুযায়ী, আগামী ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে তার।
ফুটবল মাঠের এই জাদুকরকে এবার ক্রিকেট ব্যাট হাতে দেখা যেতে পারে! গুঞ্জন রয়েছে, এই ম্যাচে মেসির প্রতিপক্ষ হতে পারেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিরা—বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মা।
ফুটবল ও ক্রিকেটের দুই বিশ্বের এই মহাতারকাদের একই মঞ্চে দেখার সুযোগ ভারতীয় ভক্তদের জন্য এক অনন্য মুহূর্ত তৈরি করবে।
মুম্বাইয়ের আগে বা পরে কলকাতায়ও আসবেন মেসি। কলকাতায় তার মূল আকর্ষণ থাকবে ইডেন গার্ডেন্সে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধনা জানাবেন।
এছাড়াও, তিনি শহরের শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন এবং একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন। তার সম্মানে কলকাতায় “গোট কাপ” নামে একটি ৭-এ-সাইড ফুটবল টুর্নামেন্টেরও আয়োজন করা হবে।
এদিকে, তার এই বিশেষ সফরের জন্য টিকিট পাওয়া যাবে শুধুমাত্র District অ্যাপের মাধ্যমে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন