ফুটবলের ভবিষ্যৎ তারকাদের তুলে আনতে নতুন এক উদ্যোগ গ্রহণ করলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। নিজের নামের সঙ্গে মিলিয়ে তিনি আয়োজন করেছেন 'মেসি কাপ' নামে একটি অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট।
এই টুর্নামেন্টের উদ্দেশ্য হলো খেলাধুলা, সংস্কৃতি এবং ফুটবলীয় উন্মাদনার মাধ্যমে আগামী প্রজন্মের ফুটবলারদের উদযাপন করা।
আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসির প্রযোজনা সংস্থা, ৫২৫ রোজারিও (525 Rosario) এই টুর্নামেন্টটি পরিচালনা করবে। টুর্নামেন্ট সম্পর্কে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, এটি শুধু টুর্নামেন্ট নয়, খেলা, সংস্কৃতি ও অন্যান্য আকর্ষণীয় কার্যক্রমের সঙ্গে আগামী প্রজন্মের ফুটবলের উদযাপন।
আগামী ৯ ডিসেম্বর শুরু হতে চলা এই টুর্নামেন্ট চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত। ৬ দিনের এই প্রতিযোগিতার সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মেসির বর্তমান ক্লাব ইন্টার মিয়ামির ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে।
অনূর্ধ্ব-১৬ দলের এই টুর্নামেন্টে বিশ্বের আটটি দল অংশ নেবে। অংশগ্রহণকারী দলগুলো হলো:
১. ইন্টার মিয়ামি
২. বার্সেলোনা
৩. রিভার প্লেট
৪. চেলসি
৫. ইন্টার
৬. অ্যাটলেটিকো মাদ্রিদ
৭. নিউওয়েলস ওল্ড বয়েজ
৮. ম্যানচেস্টার সিটি
দলগুলোকে দুই গ্রুপে বিভক্ত করা হবে এবং খেলা হবে রাউন্ড-রবিন ফরম্যাটে। মোট ১৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০০০ সালে ন্যাপকিন পেপারে বার্সেলোনার সঙ্গে ঐতিহাসিক চুক্তির মাধ্যমে ফুটবলে মেসির যে পথচলা শুরু হয়েছিল, এবার নিজের হাতে সেই 'বিরল প্রতিভাধর' খেলোয়াড়দের খুঁজে বের করার দায়িত্ব নিলেন ফুটবলের এই কিংবদন্তি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন