বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিরল এক ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো দল ইনিংসের পুরো ৫০ ওভারই স্পিনারদের দিয়ে বোলিং করালো। ক্যারিবীয় অধিনায়ক শাই হোপের এই স্পিন-নির্ভর রণনীতি বাংলাদেশকে বেঁধে রাখে মাঝারি স্কোরে।
মিরপুরের মন্থর এবং স্পিন সহায়ক উইকেটের পূর্ণ সুবিধা নিতে এদিন উইন্ডিজ দল তাদের পাঁচজন স্পিনারকে ব্যবহার করে পুরো ৫০ ওভার বোলিং করিয়েছে।
এর আগে ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ স্পিন বোলিং করানোর রেকর্ড ছিল ৪৪ ওভার, যা শ্রীলঙ্কা ১৯৯৬ সাল থেকে শুরু করে তিনবার করে দেখিয়েছিল। সেই পুরোনো রেকর্ডকে ছাপিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবার নতুন মাইলফলক স্থাপন করল।
দলের মেইন স্পিনারদের পাশাপাশি এই রেকর্ড গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পার্ট টাইম স্পিনার আলিক আথানেজ। তাকে দিয়েও করানো হয় পূর্ণ ১০ ওভার, যা তার ক্যারিয়ারে প্রথম। তার ১০ ওভার থেকে বাংলাদেশের ব্যাটাররা তুলতে পারেন মাত্র ১৪ রান এবং তিনি তুলে নেন ১টি গুরুত্বপূর্ণ উইকেট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন