ঢাকার সাভারে সাপের কামড়ে শিখা মনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটিকে সাপ কামড় দেয়। পরে রাত ৮টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিখা মনি সাভারের ব্যাংক টাউনের নামা গেন্ডা বটতলা এলাকার জহুরুল ইসলামের মেয়ে। তার বাবা দুবাই প্রবাসী এবং মা শারীরিকভাবে প্রতিবন্ধী।
নিহত শিশুর নানি শাহনাজ বেগম জানান, শিখা দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে খেলছিল। সেখানে তার বাম পায়ে সাপ কামড় দেয়। প্রথমে তাকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিয়ে বাসায় ফিরিয়ে আনা হয়। অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। সেখানে ডাক্তাররা দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
তবে যানজটের সোহরাওয়ার্দী ও মহাখালী হাসপাতাল দুটিতেই সাপের বিষের ভ্যাকসিন পাওয়া যায়নি।
শেষমেষ ঢাকা মেডিকেলে পৌঁছে চিকিৎসকরা জানান, শিখা মনি আর বেঁচে নেই।
শাহনাজ বেগম বলেন, এত বড় দেশে সাপের কামড়ে ভ্যাকসিন না থাকলে আমরা কী করব! তার বাবা দুবাইয়ে আছেন, মা প্রতিবন্ধী, শুধু কান্না করছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন