মিয়ানমারে দুই বিদ্রোহী সংগঠনের সংঘর্ষের জেরে ছোড়া গুলি এসে পড়েছে বাংলাদেশের ভূখণ্ডে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড লম্বাবিল গ্রামের শাহ আলমের বসতঘরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য মোহাম্মদ শাহ আলমের স্ত্রী। তিনি জানান, মঙ্গলবার দুপুরে হোয়াইক্যং লম্বাবিলস্থ আমার বসতঘরের একটি রুমে টিনের চাল ছিদ্র হয়ে একটি গুলি ঢুকে পড়েছে।
তিনি আরও জানান, আমার বাড়ি হাইওয়ে সড়কের পরে। এতদূর থেকে যদি এভাবে গুলি এসে পড়ে, আমরা আতঙ্কিত। এ ঘটনায় কেউ হতাহত না হলেও সীমান্ত এলাকায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমেদ আনোয়ারী বলেন, মিয়ানমার সীমান্ত থেকে টেকনাফের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিব্রিজ এলাকায় একটি গুলি এসে পড়ার বিষয়টি শুনেছি। বারবার এ ধরনের ঘটনা সীমান্তবাসীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষে গোলাগুলির শব্দ প্রায় প্রতিদিনই শোনা যায়। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এর আগে কয়েক মাস আগে মিয়ানমারের দুই বিদ্রোহী গুষ্ঠীর সংঘর্ষের জেরে ছোড়া গুলি টেকনাফে এসে পড়েছিল। এ ঘটনায় সীমান্ত জনপদ টেকনাফে আবারও আতঙ্ক বিরাজ করছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন