বরিশালের আগৈলঝাড়ায় কিস্তির টাকা পরিশোধে বিলম্ব হওয়ায় এক ঋণগ্রহীতার বাড়ি থেকে চীনাহাঁস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে টিএমএসএস এনজিওর এক মাঠকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে ঘটেছে।
জানা গেছে, ফুল্লশ্রী গ্রামের মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের (টিএমএসএস) একজন সদস্য। চলতি বছরের শুরুতে তিনি সংস্থাটি থেকে ৬০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। এরপর থেকে তিনি নিয়মিতভাবে সাপ্তাহিক এক হাজার ২৫০ টাকা করে কিস্তি পরিশোধ করে আসছিলেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে কিস্তির টাকা সংগ্রহ করতে হাফিজা খানমের বাড়িতে যান টিএমএসএসের মাঠকর্মী ফিরোজ খান। ওই সময় হাফিজা খানম কিছুদিন পর কিস্তির টাকা পরিশোধ করবেন বলে জানান। অভিযোগ রয়েছে, এতে ক্ষুব্ধ হয়ে মাঠকর্মী ফিরোজ খান টাকার পরিবর্তে হাঁস দাবি করেন।
এ সময় হাফিজা খানম আপত্তি জানিয়ে পাশের বাড়িতে চলে গেলে তার অনুপস্থিতিতে ফিরোজ খান ও তার সঙ্গে থাকা একজন সহযোগী উঠান থেকে একটি চীনাহাঁস ধরে নিয়ে যান।
হাফিজা খানম বলেন, একটি কিস্তির টাকা একটু পরে দেব বলেছিলাম। কিন্তু তারা আমার অবর্তমানে মেয়ের শখের চীনাহাঁসটি নিয়ে গেছে। হাঁসটির দাম কমপক্ষে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৬০০ টাকা হবে।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, টিএমএসএস আমাদের সমন্বয় পরিষদের আওতাভুক্ত নয়। তবে কোনো অবস্থাতেই কিস্তির টাকার পরিবর্তে ঋণগ্রহীতার বাড়ি থেকে জোরপূর্বক কোনো সম্পদ নেওয়ার কোনো আইনগত বা নৈতিক বৈধতা নেই।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাসও একই সুরে বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঋণ আদায়ের ক্ষেত্রে বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক।
এদিকে অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খান ঋণগ্রহীতার বাড়ি থেকে হাঁস নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন