পাঁজরের চোট থেকে সম্পূর্ণ সেরে উঠে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই জাতীয় দলে ফিরছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
সেপ্টেম্বরে এশিয়া কাপের মাঝপথেই পাঁজরে চোট পেয়েছিলেন লিটন। এই ইনজুরির কারণে তিনি টুর্নামেন্টের শেষ দুই ম্যাচের পাশাপাশি আফগানিস্তান সফর এবং চলমান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও দলের বাইরে ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, লিটন পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এবং ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে পাওয়ায় আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) এই তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে এবং প্রতিটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়।
ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ দল আগামীকাল (২৪ অক্টোবর) ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে। তবে দলের কয়েকজন সদস্য, লিটন দাস এবং শরিফুল ইসলাম, আগেই চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করেছেন।
যদিও এখনো টি-টোয়েন্টি সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তবে লিটনের ফেরাটা দলের জন্য বড় স্বস্তির খবর।
লিটন ছাড়াও কাঁধের ইনজুরি থেকে সেরে উঠে এই সিরিজে ফেরার সম্ভাবনা রয়েছে তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনেরও, যিনি ওয়ানডে সিরিজে সুযোগ পাননি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন