সিরিজ নির্ধারণী ম্যাচে ২৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের ঘূর্ণিতে শুরুতেই ধুঁকছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।
টাইগারদের দেওয়া পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ১১ ওভার শেষে মাত্র ৩৯ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ক্যারিবীয়রা। বল হাতে একাই আগুন ঝরাচ্ছেন নাসুম আহমেদ।
বাংলাদেশ আগে ব্যাট করে ২৯৭ রানের বিশাল স্কোর গড়ার পর, সফরকারীদের প্রয়োজন ছিল একটি ভালো শুরুর। তবে সেই স্বপ্নে জল ঢেলে দেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।
ম্যাচের পঞ্চম ওভারেই তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলে ওপেনার এথানেজকে প্যাভিলিয়নে ফেরত পাঠান। উইন্ডিজের সংগ্রহ তখন ১৬ রান।
পরের ওভারে আবারও নাসুমের আঘাত। এবার তার শিকার হন আকিম আগুস্তে। শুরুতে আম্পায়ার আউট না দিলেও, রিভিউ নিয়ে দ্বিতীয় উইকেটটি তুলে নেন নাসুম। এর মধ্য দিয়ে সফরকারী শিবিরে বড় ধাক্কা দেন তিনি।
তবে নাসুমের আসল ঝলক দেখা যায় উইন্ডিজের স্কোর ৩৫ ছুঁতেই। ইনিংসের শুরু থেকে সাবধানে খেলতে থাকা ব্রেন্ডন কিংকে বোল্ড করে প্যাভিলিয়নের পথ দেখান তিনি।
২ চার ও ১ ছক্কা হাঁকানো কিংয়ের বিদায়ের সঙ্গে সঙ্গেই উইন্ডিজ মাত্র ৩৫ রানেই ৩ উইকেট হারিয়ে গভীর চাপে পড়ে যায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন