আগামী ১৮ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতীক্ষিত এই ‘হাইভোল্টেজ’ ম্যাচকে ঘিরে সমর্থকদের আগ্রহ নতুন মাত্রা ছুঁয়েছে। তার প্রমাণ মিলেছে টিকিট বিক্রিতে।
সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হতেই মাত্র ৬ মিনিটে সাধারণ গ্যালারির সব টিকিট বিক্রি শেষ হয়ে যায়।
বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান ও নির্বাহী সদস্য সাবেক জাতীয় ফুটবলার গোলাম গাউস জানান, মাত্র ছয় মিনিটের মধ্যেই সাধারণ গ্যালারির সব টিকিট বুকিং হয়ে যায়।
এখন গ্রাহকরা পেমেন্ট সম্পন্ন করছেন। এরই মধ্যে অর্ধেকের বেশি পেমেন্ট হাওয়া সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, বর্তমানে রেড বক্স ও হসপিটালিটি ক্যাটাগরির টিকিট পাওয়া যাচ্ছে।
ঘরের মাঠে সর্বশেষ এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুর ও হংকং ম্যাচে সাধারণ গ্যালারি টিকিটের মূল্য ছিল ৪০০ টাকা। এবারের ম্যাচ ঘিরে উন্মাদনা বিবেচনায় বাফুফে দাম বাড়িয়ে করেছে ৫০০ টাকা। দাম কিছুটা বাড়লেও সমর্থকদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি।
টিকিট বিক্রি নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানো বা প্রতারণার অভিযোগ এবার তেমন শোনা যায়নি। বাফুফের কর্মকর্তারা জানান, ডিজিটাল পদ্ধতিতে বিক্রি হওয়ায় বিশৃঙ্খলার সুযোগ কমেছে।
এদিকে মাঠেও উত্তেজনা তুঙ্গে। ভারতের বিপক্ষে শিলংয়ে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে আত্মবিশ্বাসে ভরপুর হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা। ঘরের মাঠে সমর্থকদের গর্জনে এবার জয় ছিনিয়ে আনার স্বপ্ন দেখছে লাল-সবুজের যোদ্ধারা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন