এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে কঠিন গ্রুপ পেয়েছে বাংলাদেশ। সোমবার (১০ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত গ্রুপিং ড্রয়ে ‘এ’ গ্রুপে পড়েছে আফঈদা খন্দকার, মোসাম্মত সাগরিকার দল। তাদের সঙ্গী হয়েছে শক্তিশালী চীন, স্বাগতিক থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
ফিফা উইমেনস র্যাঙ্কিংয়েও প্রতিপক্ষরা বাংলাদেশকে ছাড়িয়ে অনেক এগিয়ে। বর্তমানে বাংলাদেশের অবস্থান ১০৪তম। গ্রুপের প্রথম প্রতিপক্ষ ভিয়েতনাম (৩৭)—যারা র্যাঙ্কিংয়ে ৬৭ ধাপ এগিয়ে।
এরপর অপেক্ষা করছে টুর্নামেন্টের ২০০৬ সালের চ্যাম্পিয়ন চীন (১৬)। স্বাগতিক থাইল্যান্ডও (৫৩) নারীদের ফুটবলে ধারাবাহিকতা দেখিয়ে আসছে। সম্প্রতি নারী সিনিয়র দল থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচে বড় ব্যবধানে হেরে দেশেই ফেরে।
আগামী বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডে বসবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের এই আসর। সেমিফাইনালিস্ট চারটি দল সরাসরি অংশ নেবে ২০২৭ সালের সেপ্টেম্বরে পোল্যান্ডে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে। ফলে নকআউটে ওঠাই হয়ে উঠবে প্রতিটি দলের চূড়ান্ত লক্ষ্য।
এর আগে, বাছাইপর্বে দক্ষিণ কোরিয়া, লাওস ও পূর্ব তিমুরের গ্রুপে রানার্সআপ হয়ে মূলপর্বের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ।
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের গ্রুপ
গ্রুপ এ: বাংলাদেশ, থাইল্যান্ড, চীন, ভিয়েতনাম
গ্রুপ বি: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, জর্ডান
গ্রুপ সি: জাপান, অস্ট্রেলিয়া, চায়নিজ তাইপে, ভারত


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন