ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে নতুন দীর্ঘমেয়াদি চুক্তিতে স্বাক্ষর করেছেন তরুণ ফরোয়ার্ড মর্গান রজার্স। নতুন চুক্তি অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত ভিলা পার্কেই থাকছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।
২০২৪ সালের শুরুতে মিডলস্ব্রো থেকে ভিলায় যোগ দেওয়ার পর থেকেই দ্রুতই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হন রজার্স। গতি, শারীরিক সক্ষমতা ও টেকনিক্যাল দক্ষতার অনন্য সমন্বয়ে সমর্থকদের মন জয় করার পাশাপাশি আক্রমণভাগেও এনে দেন নতুন মাত্রা।
গত এক বছরে দলে তার উজ্জ্বল পারফরম্যান্স নজর কেড়েছে দেশ-বিদেশে। লিগ ও ইউরোপিয়ান প্রতিযোগিতায় ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও পেয়েছেন স্বীকৃতি।
চুক্তি নবায়নের পর রজার্স বলেন, অ্যাস্টন ভিলায় তিনি তার উন্নতির ‘সেরা পরিবেশ’ খুঁজে পেয়েছেন। দলের খেলাধুলার সংস্কৃতি, কোচের আস্থা ও প্রিমিয়ার লিগের প্রতিযোগিতামূলক পরিবেশ তাকে আরও পরিণত হতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন।
হেড কোচ উনাই এমেরি রজার্সের মনোভাব, পরিশ্রম ও উন্নতির ধারাকে প্রশংসা করে তাকে দলের আগামী দিনের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন