বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সংবাদকর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন। গত ১০ নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের শেষ দিনে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও, প্রবেশের সুযোগ না দেওয়ায় তারা ক্ষুব্ধ হয়ে সংবাদ সম্মেলন বর্জন করেন। সেই ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ উল্লেখ করে তিনি ক্ষমা প্রার্থনা করেন।
সোমবার (১০ নভেম্বর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুই দিনব্যাপী বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের সমাপনী অনুষ্ঠান ও বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে বিকেল ৪টায় সংবাদ সম্মেলন করার কথা ছিল বিসিবির।
তবে সাংবাদিকরা নির্ধারিত সময়েও প্রবেশের অনুমতি না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। ৪টা ৪০ মিনিটের দিকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও সংবাদকর্মীরা সম্মেলন বর্জনের সিদ্ধান্তে অটল থাকেন। সাংবাদিকদের অভিযোগ, প্রোটোকল বা অনুমতিসংক্রান্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি, যা তাদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে।
পরিস্থিতি শান্ত করতে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বাইরে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং বয়কট প্রত্যাহারের অনুরোধ জানান, তবে সাংবাদিকরা তাতে সাড়া দেননি।
এরপর আজ (১২ নভেম্বর) এক ভিডিও বার্তায় বিসিবির পক্ষ থেকে ক্ষমা চান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, গত ১০ নভেম্বর একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সের দ্বিতীয় দিনে সমাপনী অনুষ্ঠান ও টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তি উপলক্ষে আমরা যে আয়োজন করেছিলাম, সেখানে আমি নিজে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু প্রস্তুতিতে কিছু বিলম্বের কারণে সাংবাদিকদের যথাযথ সম্মান জানানো সম্ভব হয়নি। এটি আমাদের ব্যর্থতা এবং আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত।
তিনি আরও বলেন, আমাদের কোন বিভাগ বা ব্যক্তির কারণে এই ব্যর্থতা এসেছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল আর না হয়, সে বিষয়ে আমরা সতর্ক থাকব।
বিসিবি সভাপতি সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে যোগ করেন, বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে আপনাদের অবদান অপরিসীম। আমরা ভুল করেছি, তবে আপনাদের পাশে পেলে ক্রিকেটকে আরও এগিয়ে নিতে পারব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন