বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:১৯ পিএম

পেলের ব্র্যান্ড কিনল নেইমারের বাবার কোম্পানি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫, ০২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নেইমারের বাবার মালিকানাধীন এনআর স্পোর্টস কোম্পানি দীর্ঘ দর-কষাকষির পর ১৮ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২০ কোটি ২৫ লাখ টাকা) পেলের ব্র্যান্ড কিনে নিল। এর আগে এই ব্র্যান্ডটি ছিল ‘স্পোর্টস ১০’ নামের একটি আমেরিকান এজেন্সির অধীনে।

হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা বুধবার সান্তোসে পেলের জাদুঘরে করা হবে। এই দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আজই পেলের এক হাজারতম গোলের বার্ষিকী। ৫৬ বছর আগে ভাস্কো বনাম সান্তোসের ম্যাচে পেলে ঐতিহাসিক এই গোলটি করেছিলেন।

নতুন অংশীদারিত্বে পেলের ব্র্যান্ডের ছবি, নাম, পণ্যের লাইসেন্স, ঐতিহাসিক আর্কাইভ এবং অন্যান্য সম্পদ ব্যবহারের অধিকার অন্তর্ভুক্ত। এনআর স্পোর্টস ইতিমধ্যেই ভিলা বেলমিরোতে পেলের ব্যবহৃত ভিআইপি বক্স পুনর্নির্মাণ করেছে, যা এখন পরিবারের জন্য সংরক্ষিত।

নেইমারের সঙ্গে অংশীদারিত্বের এক বিশেষ বিষয় হলো, এনআর স্পোর্টস নেইমারকে ‘প্রিন্স’ খেতাবেও সম্বোধন করছে, যা ক্লাবের সর্বকালের সেরা তারকা পেলের ‘কিং’ খেতাবকে সম্মান জানানোর প্রতীক।

ধারণা করা হচ্ছে, ব্র্যান্ডটি নেইমারের হাতে থাকলে ক্লাব পেলের ব্র্যান্ডকে আরও সক্রিয়ভাবে ব্যবহার করতে পারবে, সেইসাথে পেলেকে সান্তোস থেকে আলাদা না করেই তার ঐতিহ্য সংরক্ষণ সম্ভব হবে।

নেইমার নিজেও ব্র্যান্ডটির ব্যবসায়িক পরিকল্পনায় যুক্ত আছেন, এবং পুরো প্রক্রিয়াতেও পেলের পরিবার সম্পৃক্ত রয়েছে। তবে ক্লাবের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করা হয়নি।

পেলের ব্র্যান্ডের বাজারমূল্য নিয়ে কিছুজন আশ্চর্য হলেও, কলামিস্ট মিলটন নেভেস মন্তব্য করেছেন, খেলাধুলার ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদের ব্র্যান্ডের বাজারমূল্য এত কম কেন, তা বোঝা সত্যিই কঠিন। তবে বাস্তবতা এমনই, বিশেষ করে ব্রাজিলে।

রূপালী বাংলাদেশ

Link copied!