চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে তিন ম্যাচ টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতল লিটন দাসের দল।
এদিন প্রথমে ব্যাট করে মাত্র ১১৭ রানে অলআউটের শিকার হয় আয়ারল্যান্ড। জবাবে মাত্র ১৩.৪ ওভারেই ৮ উইকেট হাতে রেখে জয় নিশ্চি করে টাইগাররা।
আজ মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর ২টায়। এ দিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক।
এর আগে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। তাই শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে। এমন সমীকরণ সামনে রেখে বাংলাদেশি বোলাররা বল হাতে করেছেন দারুণ পারফরম্যান্স।
টস জিতে আইরিশদের হয়ে ওপেনিংয়ে আসে পল স্টার্লিং ও টিম টেক্টর। ইনিংসের প্রথম ওভারেই তুলে নেয় ১৩ রান। দ্বিতীয় ও তৃতীয় ওভারে রান কিছুটা কম আসলেও চতুর্থ ওভারে টানা তিন বলে পেয়ে যায় বাউন্ডারি, কিন্তু শেষ বলে চলে যায় উইকেট।
দলীয় ৩৮ ও ৫০ রানে পরপর উইকেট হারায় আয়ারল্যান্ড। পাওয়ার প্লেতে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ৫১ রান, হাতে ছিল ৮ উইকেট। এমন অবস্থা থেকে বাংলাদেশি বোলারদের দাপটে মাত্র ১১৭ রানে গুটিয়ে যায় আইরিশদের ব্যাটিং লাইনআপ।
১১৮ রানের জবাবে মারকুটে স্বভাবে ছিল বাংলাদেশ। ৩.৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ৩৮ রান। ওভারের শেষ বলে ৩৮ রানে গিয়ে উইকেট হারায় বাংলাদেশ। উইকেট হারালে ক্রিজে আসে লিটন দাস। এদিন ব্যাট হাতে বেশি রান করতে পারেনি টাইগার অধিনায়ক।
দলীয় ৪৬ রানের মাথায় ব্যাক্তিগত ৭ রানে বিদায় নেয় লিটন। টাইগার অধিনায়ক আউট হলে ক্রিজে আসে পারভেজ হোসেন ইমন। বাকি কাজটা সহজেই ছেড়ে ফেলেন ইমন ও তামিম। তাদের ৭৩ রানের জুটিতে ৩৮ বল ও ৮ উইকেট হাতে রেখে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ।
ব্যাট হাতে বাংলাদেশের হয়ে ৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকেন তানজিম তামিম এবং ২৫ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন পারভেজ হোসেন ইমন।
বল হাতে আয়ারল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন হ্যারি টেক্টর ও ক্রেগ ইয়ং।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন