শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১০:০১ এএম

ফুটবল বিশ্বকাপের ড্র আজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১০:০১ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্রে পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ ২০২৬। তার আগে আজ ওয়াশিংটনে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত গ্রুপ ড্র। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮ দলের ভাগ্য নির্ধারণ হবে আজকের ড্র অনুষ্ঠানের মাধ্যমে।

শুক্রবার (৫ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে ওয়াশিংটন ডিসির জন এফ. কেনেডি সেন্টারে অনুষ্ঠিত হবে জমকালো ড্র অনুষ্ঠান। 

স্থানীয় সময় দুপুর ১২টায় এবং বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ড্র অনুষ্ঠানটি। ফিফার অফিসিয়াল ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যাবে। ফিফা জানিয়েছে, ড্রয়ের পরদিন (৬ ডিসেম্বর) ম্যাচসূচি প্রকাশ করা হবে।

৪৮ দলের বিশ্বকাপ—গ্রুপে কারা যাচ্ছে?

বিশ্বকাপ ২০২৬–এ ৪৮ দল ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এরই মধ্যে ৪২ দল নিশ্চিত হয়েছে। বাকি ৬ দল আসবে আগামী মার্চের ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে। তারা কোন গ্রুপে পড়বে, তা নির্ধারিত হবে আজকের অনুষ্ঠানে।

ড্রয়ে যারা থাকছে

যৌথ আয়োজক: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র

এএফসি (এশিয়া): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান

সিএএফ (আফ্রিকা): আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরিকোস্ট, মিসর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া

কনক্যাকাফ (উত্তর ও মধ্য আমেরিকা): কুরাসাও, হাইতি, পানামা

কনমেবল (দক্ষিণ আমেরিকা): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে

ওএফসি (ওশেনিয়া): নিউজিল্যান্ড

উয়েফা (ইউরোপ): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড

কোন পটে কারা?

পট ১: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট ২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, কোরিয়া প্রজাতন্ত্র, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট ৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট ৪: জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, ইউরোপীয় প্লে-অফ এ, বি, সি এবং ডি, ফিফা প্লে অফ টুর্নামেন্ট ১ এবং ২।

ড্র শুরু হবে পট ১ এর সবগুলো দলকে দিয়ে। তারপর একে একে পট ২, ৩ ও ৪ থেকে গ্রুপ নির্ধারণ হবে।

ড্রয়ের নিয়ম

প্রথমে পট ১ থেকে দল তোলা হবে।

আয়োজক তিন দল—যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—আগেই নিজ নিজ গ্রুপে নিশ্চিত।

একই ফেডারেশনের দুই দল একই গ্রুপে থাকতে পারবে না (উয়েফা ব্যতীত)।

চারটি গ্রুপে দুইটি করে ইউরোপিয়ান দল থাকবে।

ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার দল—স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড—আলাদা পথে রাখা হবে যাতে সেমিফাইনালের আগে মুখোমুখি না হয়।

ড্র প্রক্রিয়ায় প্রতিটি দলের নাম ভাঁজ করা কাগজে বলের মধ্যে রাখা হবে এবং গ্রুপ পট থেকে এলোমেলোভাবে তুলে গ্রুপ নির্ধারণ করা হবে।

ড্র অনুষ্ঠানে আলো ছড়াবেন যারা

ফিফা বিশ্বকাপের ড্রতে কি কেবলই পট থেকে বল তুলে কোন গ্রুপে কে, সেটা নির্ধারণ হবে? না, থাকছে ঝলমলে আয়োজন। লাখ লাখ দর্শককে আনন্দ দিতে মঞ্চে হাজির হবেন বিনোদন জগতের নামিদামি ব্যক্তিরা। এই শো যৌথভাবে সঞ্চালনা করবেন সুপারমডেল, প্রযোজক ও এমিজয়ী টেলিভিশন ব্যক্তিত্ব হাইডি ক্লুম এবং আমেরিকান কৌতুক অভিনেতা কেভিন হার্ট। মঞ্চে আনন্দের খোরাক যোগাতে আরও থাকবেন অভিনেতা ও প্রযোজক ড্যানি রামিরেজ।

২০০৬ সালে জার্মানি বিশ্বকাপের আগেও ড্রয়ের ইভেন্টে অংশ নিয়েছিলেন ক্লুম। ২০ বছর পর আবারো একই মঞ্চে থাকার রোমাঞ্চ কাজ করছে ৫২ বছর বয়সী সুপারমডেলের মনে, ‘আবারো ফাইনাল ড্র সঞ্চালনা করতে যাচ্ছি, এটা সত্যিই অসাধারণ। ২০ বছর আগে আমার দেশের মাটিতে একই শোতে ছিলাম। বিশ্বকাপের মতো অন্য কিছু পুরো বিশ্বকে একত্রিত করতে পারে না। তিন স্বাগতিক দেশসহ ৪৮ দলকে নিয়ে হতে যাওয়া সেই জাদুকরী মুহূর্তের অংশ হতে পারা অনেক সম্মানের।’

দর্শক-শ্রোতারা কিছু লাইভ পারফরম্যান্সও দেখতে পাবেন। ধ্রুপদী কণ্ঠ নিয়ে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রে বোসেল্লি। তার পাশে থেকে গানে গানে দর্শকদের মন মাতাতে থাকবেন জনপ্রিয় ইংরেজ গায়ক রবি উইলিয়ামস। মঞ্চে দাঁড়াবেন আমেরিকান গায়ক ও পুরস্কার জয়ী নিকোল শেরজিঙ্গার। ড্রয়ের পর পপ সংগীতদল ভিলেজ পিওপল তাদের ওয়াই.এম.সি.এ. গান পরিবেশন করবে। ড্র অনুষ্ঠানে বিনোদন জগতের কারা থাকছেন, তা চূড়ান্ত হলেও দল বাছাইয়ের প্রক্রিয়ায় কারা থাকবেন তা পরে জানানো হবে। 

Link copied!