বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১১:৪৮ পিএম

‘তামিমের জন্য দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার’

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৪, ২০২৫, ১১:৪৮ পিএম

‘তামিমের জন্য দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার’

ছবি: সংগৃহীত

‘বন্ধু বোঝে আমাকে, বন্ধু আছে আর কি লাগে’— ঠিক এই গানের লাইনের মতোই সকল বিভেদ ভুলে বন্ধু তামিমের বিপদে দেশবাসীর কাছে দোয়া চাইলেন দেশের ক্রিকেটের পোস্টারবয় সাকিব আল হাসান।

একসময় কাধে কাধ মিলিয়ে লড়াই করা দেশের ক্রিকেটের দুই রন্তের আজকের দিনটা দুইরকম। জীবনের ৩৮তম বসন্তে পা রাখার দিনই সাকিব শুনতে পান হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনের ইনিংসে লড়ছেন তামিম ইকবাল। বন্ধু তামিমের এমন অসুস্থতার খবর শোনার পর স্বাভাবিকভাবেই মন খারাপ হয়েছে সাকিবের। আর তাইতো সবার কাছে বন্ধুর জন্য দোয়া চেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

দেশের ক্রিকেটবিষয়ক এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আশা করি, তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। ওর পরিবার যেন কঠিন সময়টা পার করতে পারে।’

এছাড়া সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসও দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।’

সাকিব আরও লেখেন, ’তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।’

‘তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!’– যোগ করেন সাকিব।

সাম্প্রতিক সময়ে অবশ্য অনেক দিন ধরেই দূরত্ব বজায় রেখে চলেছেন এই দুই বন্ধু। নানা ইস্যুতে সাকিব-তামিমের সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। একে অপরে কথা তো বলেনই না, সঙ্গে একজন আরেকজনের মুখোমুখি ও হন না। তবে সে সবকে আজ দূরে রেখে বাংলাদেশের সাবেক বাঁহাতি ওপেনারের সুস্থতায় দোয়া চাইলেন সাকিব।

আরবি/এফআই

Link copied!