সোমবার, ০৫ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:২২ পিএম

পিএসএল

উডের পারফরম্যান্সে ঢাকা নাহিদের সুযোগ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৪, ২০২৫, ০৪:২২ পিএম

উডের পারফরম্যান্সে ঢাকা নাহিদের সুযোগ

বাংলাদেশি পেসার নাহিদ রানা। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিলে (পিএসএল) বিকল্প খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েই বাজিমাত লুক উডের, মাঠের বাইরেই থাকতে হচ্ছে নাহিদ রানাকে। শেষ পাঁচ ম্যাচে তিন জয় পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষ চারে নেই পেশোয়ার জালমি।

নাহিদ রানার বদলি হিসেবে দলে আসা লুক উড পেশোয়ার জালমির আস্থার প্রতিদান বেশ ভালোভাবেই দিচ্ছেন। জিম্বাবুয়েতে টেস্ট সিরিজ শেষ করে পিএসএলে যোগ দিলেও এখনো প্রথম একাদশে সুযোগ পাননি বাংলাদেশি পেসার নাহিদ রানা।

মাঠের বাইরে থেকেই দলের জয়-পরাজয় দেখতে হচ্ছে তাকে। দল হিসেবেও পেশোয়ারের পারফরম্যান্স খুব একটা আহামরি নয়। শেষ পাঁচ ম্যাচে তাদের জয় তিনটিতে এবং হার দুটি। পয়েন্ট টেবিলেও তারা রয়েছে শীর্ষ চারের বাইরে।

এমতাবস্থায় নাহিদ রানার দ্রুত স্কোয়াডে অন্তর্ভুক্তির সম্ভাবনা ক্ষীণ। লুক উডের পারফরম্যান্সে পেশোয়ারের টিম ম্যানেজমেন্ট বেশ সন্তুষ্ট। পারিবারিক কারণে জর্জ লিন্ডে দেশে ফিরে যাওয়ায় তার পরিবর্তে লুক উডকেই নিবন্ধন করেছে পেশোয়ার।

ফলে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মনে সামান্য আশা জাগলেও, আলজারি জোসেফ এবং লুক উডের পেস বোলিংয়ের ওপরই যেন পেশোয়ারের মূল ভরসা।

ব্যাটিং বিভাগে মিচেল ওয়েন নিয়মিত থাকলেও চতুর্থ বিদেশি খেলোয়াড়ের স্থানে টম-কহলার ক্যাডমোর অথবা ম্যাক্স ব্রায়ান্টকে দেখা যাচ্ছে। ব্যাটিং ও বোলিংয়ের ভারসাম্য বজায় রাখতে গিয়ে নাহিদ রানার একাদশে প্রবেশ কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

সাত ম্যাচে তিন জয় নিয়ে পেশোয়ার জালমি আপাতত প্লে-অফের দৌড় থেকে কিছুটা পিছিয়ে। তাদের হাতে এখনো তিনটি ম্যাচ রয়েছে এবং সবগুলোতেই জয় তাদের জন্য অত্যাবশ্যক। 

মুলতান, করাচি এবং লাহোরের বিপক্ষে এই তিনটি ম্যাচে নাহিদ রানা সুযোগ পাবেন কিনা, তা মূলত দলের বাকি খেলোয়াড়দের পারফরম্যান্সের ওপরই নির্ভর করছে। বোলিং কম্বিনেশন ভাঙতে না চাওয়া পেশোয়ারের বর্তমান পরিস্থিতিতে নাহিদ রানার একাদশে অন্তর্ভুক্তির পথ বেশ কঠিন বলেই মনে হচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!