চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ভারত ও পাকিস্তান একে অপরের ওপর হামলা করেছে। এতে উদ্বেগ দেখা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে।
চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরই পাকিস্তানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি খেলতে যাওয়ার কথা আছে বাংলাদেশের। এই সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৫, ২৭, ৩০ মে এবং ১ ও ৩ জুন, লাহোর ও ফয়সালাবাদে।
তবে ভারত-পাকিস্তানের মধ্যকার চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সফরটি কতটা নিরাপদ হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক ক্রিকেটে সাধারণ নিয়ম অনুযায়ী এমন পরিস্থিতিতে আগেই নিরাপত্তা প্রতিনিধি দল পাঠিয়ে ঝুঁকি বিশ্লেষণ করা হয়। তবে এবার সে ধরনের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো পর্যালোচনা শুরু করেনি। বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, এখন পর্যন্ত সফরসূচি অনুযায়ীই পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে যদি নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয় বা অনিবার্য কোনো সমস্যা দেখা দেয়, তখন বোর্ড নতুন করে সিদ্ধান্ত নেবে।
আইসিসির এফটিপি সূচি অনুযায়ী পাকিস্তানে বাংলাদেশের এই সফর বাধ্যতামূলক। তবে পরিস্থিতি জটিল হলে এই সিরিজ স্থগিত হতে পারে। এক্ষেত্রে পরবর্তীতে এই সিরিজটি আয়োজন করতে হবে।
এদিকে সফরের সময় ভারত-পাকিস্তান উত্তেজনার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে ভারতের অবস্থান নিয়েও নতুন করে জটিলতা তৈরি হতে পারে, যা বাংলাদেশকেও কূটনৈতিক ভারসাম্যের চাপে ফেলতে পারে।
আপনার মতামত লিখুন :