কাশ্মীরের পেহেলগামে হামলার জেরে পাকিস্তানে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে ভারত। এরই মধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের কাছে একটি ভারতীয় ড্রোন ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
এতে অন্তত দু’জন আহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা টিভির বরাতে জানা যায়, ড্রোনটি নজরদারির কাজে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করছে পুলিশ।
পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থান করছেন দুই বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা (পেশোয়ার জালমি) ও রিশাদ হোসেন (লাহোর কালান্দার্স)। বর্তমানে তারা নিরাপদে আছেন।
রিশাদ এক পোস্টে লিখেছেন, ‘সব ঠিকঠাক চলছে! প্রতিটি আনন্দের মুহূর্ত উপভোগ করছি।’ পরে তিনি নাহিদের সঙ্গে একটি ছবিও শেয়ার করেন ‘ভ্রাতৃত্ব’ ক্যাপশন দিয়ে।
এ ঘটনায় স্টেডিয়ামের পাশে অবস্থিত একটি রেস্তোরাঁ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে। ড্রোনটি কোথা থেকে এসেছিল এবং এতে কোনো বিস্ফোরক বা বিশেষ নজরদারি যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চলাকালীন এ ঘটনার প্রভাব পড়েছে ম্যাচ আয়োজনেও। বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে পেশোয়ার জালমি বনাম করাচি কিংস ম্যাচ অনিশ্চয়তার মুখে পড়েছে।
এদিকে, পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক ফরিদ খান সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘ভারতের কাপুরুষোচিত কাজ এগুলো। আমরা ঐক্যবদ্ধ। পাকিস্তান জিন্দাবাদ।’
আপনার মতামত লিখুন :