পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেঅফে আজ এক খণ্ড ‘বাংলাদেশ’ দেখবে ক্রিকেট বিশ্ব! বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পর এবার লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।
ফলে এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে লাহোরের একাদশে তিন বাংলাদেশি ক্রিকেটারকেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার (২২ মে) রাত ৯টায় লাহোরের ঘরের মাঠ গাদ্দাফি স্টেডিয়ামে ডেভিড ওয়ার্নারের করাচি কিংসের মুখোমুখি হবে সাকিব-মিরাজ-রিশাদদের লাহোর কালান্দার্স।
এদিকে চলতি মৌসুমে লাহোরের হয়ে ৮ উইকেট নেওয়া রিশাদ সম্প্রতি আমিরাত সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় দলের বাইরে ছিলেন। তবে প্লেঅফের গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সঙ্গে যোগ দিয়ে তিনি লাহোরের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করেছেন।
দীর্ঘ ছয় মাস পর ক্রিকেটে ফিরে সাকিব আল হাসান গ্রুপ পর্বে পেশোয়ার জালমির বিপক্ষে খেলেছিলেন। যদিও ব্যাট হাতে প্রথম বলেই আউট হয়েছিলেন, বল হাতে তার পারফরম্যান্স মন্দ ছিল না। ১৩ ওভারের সেই ম্যাচে ২ ওভারে ১৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন।
এদিকে তার দল লাহোর সেই ম্যাচ জিতে প্লে-অফ নিশ্চিত করে। অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের কারণে জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা দল ছাড়লে তার বদলি হিসেবেই প্রথমবারের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজিতে ডাক পান মেহেদী হাসান মিরাজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে লাহোরের পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, অনুশীলনের আগে মিরাজকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছেন দলের পরিচালক সামিন রানা। অল্প সময়ের নোটিশে দলে যোগ দেওয়ায় মিরাজের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ভিডিওতে মিরাজকে নেটে সাকিব আল হাসানের বিপক্ষে বোলিং করতে এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার ও করাচি কিংসের পেস বোলিং কোচ শন টেইটের সঙ্গে কথা বলতে দেখা যায়।
নিজের পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘ঠিক জায়গায় সবসময় বল করে যেতে চাই। ভালো জায়গায় বোলিং করলে অবশ্যই তা ব্যাটসম্যানদের সমস্যায় ফেলবে। টি-টোয়েন্টি ক্রিকেট মানেই বাউন্ডারি মারা। মাঠে গিয়ে যত দ্রুত সম্ভব বাউন্ডারি পেতে চাই।’
আপনার মতামত লিখুন :