ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে করাচি, বোলিংয়ে লাহোর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৮:৩৭ পিএম
ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের এলিমিনেটর ম্যাচে আজ করাচি কিংসের মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স।

বাঁচা-মরার এই লড়াইয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে করাচি কিংস। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ম্যাচটি শুরু হবে।

লাহোর কালান্দার্সের হয়ে এই ম্যাচে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গত ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে দারুণ পারফর্ম করায় একাদশে টিকে গেছেন তিনি। 

তবে দলের সঙ্গে নতুন যোগ দেওয়া মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেনকে বেঞ্চেই থাকতে হচ্ছে। ফলে পিএসএলে একসঙ্গে তিন বাংলাদেশি ক্রিকেটারকে মাঠে দেখার অপেক্ষা আরও বাড়লো।

আজকের এই ম্যাচ হারলেই পিএসএলের চলতি আসর থেকে বিদায় নিতে হবে লাহোরকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের সঙ্গে কথা বলেছেন সাকিব

প্রতিপক্ষ করাচিকে শক্তিশালী দল হিসেবে উল্লেখ করে এই বাংলাদেশি অলরাউন্ডার বলেন, ‘এমন ম্যাচে ভালো পারফরম্যান্সের বিকল্প নেই।’

লাহোর কালান্দার্স একাদশ: ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।

করাচি কিংস একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), জেমস ভিন্স, সাদ বেগ, খুশদিল শাহ, ইরফান খান নিয়াজি, মোহাম্মদ নবী, ফাওয়াদ আলী, আব্বাস আফ্রিদি, হাসান আলী, মীর হামজা।