কলম্বোর রানা প্রেমাদাসা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আজ বুধবার (২ জুলাই) বাংলাদেশ সময় বিকেল ৩টায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে এই দুই দল।
সিরিজের প্রথম ওডিআই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টসে। এ ছাড়া স্পোর্টজফাই ও ক্রীড়া টিভি অ্যাপস থেকেও খেলা দেখা যাবে।
এদিকে, টেস্ট সিরিজের ব্যর্থতা ভুলে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। অপরদিকে, ঘরের মাঠে জয়ের ধারা অব্যাহত রাখতে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।
এই সিরিজে বাংলাদেশ দলে এসেছে বড় পরিবর্তন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে প্রথমবারের মতো ওয়ানডেতে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ।
আপনার মতামত লিখুন :