শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৬ রানের স্বস্তির জয়ে সিরিজে সমতা ফেরানোর পাশাপাশি আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি করেছে বাংলাদেশ। এমন ভালো খবরের মাঝে টাইগার শিবিরে নেমে এসেছে এক দুঃসংবাদ।
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোট পেয়েছেন এবং বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন।
গতকাল শনিবার ম্যাচের মাঝে ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে পায়ের মাংসপেশিতে আঘাত পান শান্ত।
এই চোট নিয়ে শঙ্কা বাড়ছে, কারণ গত জানুয়ারি মাসেও একই ধরনের ইনজুরিতে পড়েছিলেন তিনি এবং সে সময় তাকে দীর্ঘ বিশ্রাম নিতে হয়েছিল। চোট পাওয়ার পর গতকাল আর মাঠে নামেননি শান্ত।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, শান্তকে আপাতত ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। এরপর তার এক্স-রে করানো হতে পারে। বর্তমানে সম্পূর্ণ বিশ্রামে আছেন এই বাঁহাতি ব্যাটার।
আজ রোববার দলের মেডিকেল টিম শান্তর শারীরিক অবস্থা মূল্যায়ন করবে। এই মূল্যায়নের পরই জানা যাবে, আগামী ৮ জুলাই ক্যান্ডির পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে তিনি খেলতে পারবেন কি না।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য ‘বাঁচা-মড়ার’ লড়াই। কারণ তিন ম্যাচের সিরিজের প্রথমটি হেরে দ্বিতীয়টিতে ফিরেছে টাইগাররা।
সিরিজ জয়ের জন্য শেষ ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেখানেই অধিনায়ক মিরাজ শান্তকে পাবেন কি না, তা জানতে আরও ২৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে।
আপনার মতামত লিখুন :