আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শেনওয়ারি আর নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আফগান তারকা ক্রিকেটার রশিদ খান এক ফেসবুক পোস্টে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন, যা ক্রিকেট মহলে গভীর শোকের ছায়া ফেলেছে।
রশিদ খান তার পোস্টে বিসমিল্লাহ জান শেনওয়ারির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানান। এই আকস্মিক প্রয়াণে আফগানিস্তানের ক্রিকেট অঙ্গন, খেলোয়াড় ও ভক্তরা শোকাহত।
কে ছিলেন বিসমিল্লাহ জান শেনওয়ারি?
বিসমিল্লাহ জান শেনওয়ারি একজন আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার ছিলেন। তিনি ২০১৭ সাল থেকে ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন এবং পরবর্তীতে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিক ম্যাচেও দায়িত্ব পালন করেন। মাঠে তার নিরপেক্ষতা ও পেশাদারিত্বের জন্য তিনি ছিলেন সম্মানিত।
২০২০ সালে একটি গাড়িবোমা হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। সেই সময় তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল, তবে পরে তিনি নিজেই অক্ষত থাকার বিষয়টি নিশ্চিত করেন।