ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জাতীয় ক্রিকেট দলে হস্তক্ষেপ না করা নিয়ে মুখ খুললেন বুলবুল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১১:২২ এএম
আমিনুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেটে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তার নেতৃত্বে এখন সবচেয়ে গুরুত্ব পাচ্ছে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ এবং ঘরোয়া ক্রিকেট কাঠামোর আধুনিকায়ন।

সম্প্রতি মাঠের খেলাতেও দেখা যাচ্ছে ইতিবাচক ফল। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ দল। লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের দুর্দান্ত পারফরম্যান্সে টাইগাররা ঘরের মাঠে ও বিদেশে নিজেদের সক্ষমতা প্রমাণ করছে। এমন জয়ের পর নিজের কোনো কৃতিত্ব দেখছেন না বিসিবি সভাপতি বুলবুল। জানিয়েছেন কোচ-ক্রিকেটারদের অবদানের কথা। একইসঙ্গে দলের কোথাও হস্তক্ষেপ না করার কথাও উল্লেখ করেছেন সাবেক এই অধিনায়ক।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘বড় বড় পরিবর্তন আনতে গেলে কিছু ঝুঁকি থাকে। আমি এখন পর্যন্ত অন্য ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করিনি। যা সাফল্য এসেছে সব খেলোয়াড় ও কোচদের কল্যাণে। তবে বেশকিছু জায়গা আছে, যেখানে কাজ করলে হয়তো আমাদের দল এবং খেলোয়াড়রা আরও ভালো করতে পারবে।’

সম্প্রতি ঘরোয়া ক্রিকেট কাঠামো, ম্যাচ অফিসিয়ালদের দক্ষতা এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ শুরু করেছে বিসিবি। যার অংশ হিসেবে ৩০ জনকে নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ম্যাচ রেফারির দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা। এ ছাড়া কোচদেরও উন্নত প্রশিক্ষণের কথা ভাবছে বিসিবি।