দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে দিল্লি প্রিমিয়ার লিগ (DPL) ২০২৫। আগস্টের ২ তারিখ জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের।
প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গত আসরের ফাইনালিস্ট দুই দল—দক্ষিণ দিল্লি সুপারস্টারজ ও পূর্ব দিল্লি রাইডার্স।
গত বছরের মতো এবারও মোট আটটি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। পুরো আগস্ট মাস জুড়ে চলবে ম্যাচের ঝড়, আর ৩১ আগস্ট দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।
ফাইনাল ম্যাচে কোনো অনাকাঙ্ক্ষিত আবহাওয়াজনিত সমস্যা হলে ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে বিকল্প দিন হিসেবে।
প্রথম ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে আয়োজন করা হবে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান।
সেখানে থাকবে সঙ্গীত, নাচ ও নানা রকম পারফরম্যান্স, যা ক্রিকেটপ্রেমীদের জন্য যুক্ত করবে বাড়তি উত্তেজনা।