ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষে এবার নতুন মিশনে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। সামনে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ, যা আসন্ন টি২০ বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে কাজ করবে।
এশিয়া কাপের আগে ভারত দলে সবচেয়ে বড় চমক, তারকা পেসার জাসপ্রিত বুমরাহ ফিরে আসা। তার প্রত্যাবর্তনে দলের পেস বোলিং আক্রমণ যে আরও শক্তিশালী হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।
বুমরার সঙ্গে জুটি বাঁধবেন তরুণ পেসার আর্শদীপ সিং। তৃতীয় পেসার হিসেবে সুযোগ পেয়েছেন আইপিএল ২০২৫ এর পার্পল ক্যাপ বিজয়ী প্রসিদ্ধ কৃষ্ণা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে জানা গেছে, অজিত আগরকর নেতৃত্বাধীন নির্বাচক কমিটি ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করতে পারে।
তবে পুরোটাই নির্ভর করছে বিসিসিআইয়ের ‘সেন্টার অফ এক্সেলেন্স’ স্পোর্টস সায়েন্স দলের মেডিক্যাল বুলেটিন পাওয়ার ওপর।
এদিকে, দলের সহ-অধিনায়ক নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুভমান গিল এই গুরুদায়িত্ব পেয়েছেন। দলের নেতৃত্বে থাকছেন সুর্যকুমার যাদব। ব্যাটিং লাইনআপে রয়েছেন অভিষেক শর্মা, তিলক বর্মা, এবং অভিজ্ঞ সঞ্জু স্যামসন।
অপরদিকে, দ্বিতীয় উইকেটকিপার হিসেবে রয়েছেন জিতেশ শর্মা, যিনি শেষ মুহূর্তে দ্রুত রান তোলার সামর্থ্যের জন্য পরিচিত।
স্পিন বিভাগে কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্ত্তীর ওপর আস্থা রাখা হয়েছে। এছাড়া অলরাউন্ডার হিসেবে শিবম ডুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, এবং হার্দিক পান্ডয়া দলে জায়গা পেয়েছেন। দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার হার্শিত রানা।
এশিয়া কাপ ২০২৫-এ ভারতের সম্ভাব্য দল
সুর্যকুমার যাদব (ক্যাপ্টেন), শুভমান গিল (উপ-অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, শিবম ডুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্ত্তী, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, হার্দিক পান্ডয়া, জিতেশ শর্মা।