রোমাঞ্চ, নাটকীয়তা আর উত্তেজনার এক দারুণ ম্যাচ। শেষ পর্যন্ত গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে মাত্র ১ বল হাতে রেখে ২ উইকেটে জয় তুলে নিল অস্ট্রেলিয়া। এই জয়ের ফলে স্বাগতিকরা ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে শুরুতে ধাক্কা খেলেও দক্ষিণ আফ্রিকার ইনিংসকে এগিয়ে নিয়ে যান তরুণ ডিউয়াল্ড ব্রেভিস এবং রাসি ভ্যান ডার ডুসেন।
মাত্র ২৬ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেন ব্রেভিস, যেখানে তিনি ১টি চার ও ৬টি বিশাল ছক্কা হাঁকান। রাসি ভ্যান ডার ডুসেন অপরাজিত থাকেন ২৬ বলে ৩৮ রান করে।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ৩টি এবং জশ হ্যাজলউড ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল অস্ট্রেলিয়া। অধিনায়ক মিচেল মার্শ সামনে থেকে নেতৃত্ব দিয়ে ২৭ বলে ৫৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন।
তবে অস্ট্রেলিয়ার জয়ের মূল কারিগর ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। তার ব্যাট থেকে আসে ৩৬ বলে অপরাজিত ৬২ রানের একটি অসাধারণ ইনিংস, যেখানে ছিল ৮টি চার ও ২টি ছক্কা।
ম্যাচের শেষ দিকে উত্তেজনা ছড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার বোলাররা। দারুণ বোলিং করেন কুয়েনা মাফাকা, যিনি ২ উইকেট তুলে নেন। ১৮তম ওভারে করবিন বশ ২ উইকেট তুলে নিয়ে ম্যাচ জমিয়ে তোলেন।
শেষ ওভারে জয়ের জন্য ১০ রান দরকার ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু অভিজ্ঞতার প্রমাণ দিয়ে ম্যাক্সওয়েল দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শেষ পর্যন্ত ১৯.৫ ওভারে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে করবিন বশ ৩টি, কুয়েনা মাফাকা ও ক্যাগিসো রাবাদা ২টি করে এবং আইডেন মার্করাম ১টি উইকেট নেন।
ম্যাচসেরার পুরস্কার জেতেন দুর্দান্ত ইনিংস খেলা গ্লেন ম্যাক্সওয়েল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন