বাজে ব্যাটিংয়ে আবারও হারল বাংলাদেশ ‘এ’ দল। রোববার ডারউইনে পার্থ স্কর্চার্স অ্যাকাডেমির কাছে ৫ উইকেটে হেরে বসে সোহানের দল।
রোববার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান।
ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেটে হারিয়ে বসে টাইগাররা। একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে আর ঘুঁরে দাড়াতে পারেনি এ দল।
এ দিন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটারদের মধ্যে একমাত্র আফিফ ছাড়া কেউই পাননি রানের দেখা। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে সোহানের দল।
বাংলাদেশের দেওয়া ১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৮ ওভারেই ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় পার্থ স্কর্চার্স।
এই পরাজয়ে ৩ ম্যাচে ১ জয় নিয়ে ১১ দলের টুর্নামেন্টে অষ্টম স্থানে নেমে গেছে বাংলাদেশ এ দল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন