এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার (১২ সেপ্টেম্বর) টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান তোলে সালমান আগার দল। জবাবে ব্যাট করতে নেমে ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানেই অলআউট হয় ওমান। ফলে পাকিস্তান ৯৩ রানের বিশাল জয় নিয়ে আসর শুরু করল।
পাকিস্তানের ইনিংসের শুরুটা ভালো হয়নি। প্রথম ওভারেই শাহ ফয়সালের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার সাইম আইয়ুব। এরপর মোহাম্মদ হারিসের ব্যাটে আসে সবচেয়ে বড় ইনিংস। তিনি ৪৩ বলে ৬৬ রান করেন। শাহিবজাদা ফারহানের সঙ্গে তার জুটিতে আসে ৬৪ বলে ৮৫ রান। তবে ফারহান ২৯ বলে ২৯ রান করে আমির কালীমের বলে ক্যাচ দিয়ে ফিরে গেলে ভাঙে জুটি।
ওমান বোলাররা পরপর তিন উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে চাপে ফেলে। হারিসও আমির কালীমের বলে বোল্ড হয়ে ফেরেন। পরের বলেই সালমান আগা গোল্ডেন ডাক মেরে আউট হন। হাসান নাওয়াজ করেন ১৫ বলে ৯ রান। এরপর মোহাম্মদ নাওয়াজ ১০ বলে ছোট ক্যামিও খেলেন। শেষ দিকে ফাহিম আশরাফ ৪ বলে ৮ রান করে আউট হন। ফখর জামান ২৩ রানে অপরাজিত থাকেন। ওমানের হয়ে শাহ ফয়সাল ও আমির কালীম ৩টি করে এবং মোহাম্মদ নাদিম ১টি উইকেট নেন।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে ওমান। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই অধিনায়ক যতিন্দর সিংকে আউট করেন সাইম আইয়ুব। দলীয় ২৪ রানে তিনি আমির কালীমকেও এলবিডব্লিউ করেন। এরপর সুফিয়ান মুকিম ৭ বলে ৩ রান করা মোহাম্মদ নাদিমকে আউট করেন। পরের ওভারে সুফিয়ান মেহমুদকে ফেরান মোহাম্মদ নাওয়াজ।
৫০ রানের আগেই ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে ওমান। শেষদিকে আর কোনো ব্যাটার প্রতিরোধ গড়তে না পারায় ১৬.৪ ওভারে মাত্র ৬৭ রানেই থেমে যায় তাদের ইনিংস। পাকিস্তানের হয়ে সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন। আবরার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ ও শাহিন আফ্রিদি নেন ১টি করে উইকেট।