এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রত্যাশিত ম্যাচটি শেষ পর্যন্ত অনেকটা একচেটিয়া লড়াইয়ে পরিণত হলেও, ম্যাচ শেষের ঘটনা নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত হেসেখেলে জয় পেলেও, ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে করমর্দন না হওয়াটা ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছে।
সাধারণত, খেলা শেষে খেলোয়াড়রা একে অপরের সঙ্গে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন। কিন্তু এই ম্যাচে জয় নিশ্চিত হওয়ার পর ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব এবং শিভম দুবে সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান।
এরপর ভারতীয় দলের ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানের অধিনায়ক আঘা সালমানসহ অন্য খেলোয়াড়রা সৌজন্য বিনিময় করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়দের পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সংবাদ সম্মেলনে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব জানান, এটি ছিল পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রতিবাদে একটি বার্তা। তিনি বলেন, 'এই সিদ্ধান্ত আমি একা নিইনি, এটি ছিল পুরো দলের সম্মিলিত সিদ্ধান্ত।'
তবে টেলিকম এশিয়া স্পোর্টস-এর একটি প্রতিবেদন অনুযায়ী, খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর এই নির্দেশটি দিয়েছিলেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর।
পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে কোনো কথাবার্তাও না বলার জন্য খেলোয়াড়দের বলেছিলেন গম্ভীর। সেই প্রতিবেদন গম্ভীরকে উদ্ধৃত করে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে কম থাকো, বাইরের কথা শুনবে না।
তোমাদের কাজ হলো মাঠে গিয়ে ভালো খেলা। পেহেলগামে যা হয়েছে, সেটা মনে রাখো। হাত মেলাবে না, কথা বলবে না। শুধু খেলো এবং ভারতকে জেতাও।’
ম্যাচের দিন সম্প্রচার মাধ্যমে গৌতম গম্ভীর নিজেও এই ঘটনার পেছনে থাকা কারণের কিছুটা ইঙ্গিত দেন। তিনি বলেন, 'এই ম্যাচটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। যারা পেহেলগামে নিহত হয়েছেন, তাদের পরিবারকে আমরা সম্মান জানাতে চেয়েছি।
একই সাথে, ভারতীয় সেনাবাহিনী সফলভাবে অপারেশন সিঁদুর সম্পন্ন করেছে, আমরা তাদেরও ধন্যবাদ জানাই।'