ভারতীয় দলের কাছে আরও একবার বড় হার হজম করতে হলো পাকিস্তানকে। সুপার ফোরের ম্যাচে রীতিমতো বিধ্বস্ত হয়ে মাঠ ছেড়েছে তারা। তবে এই ম্যাচের শুরুতেই জন্ম নিয়েছে নতুন বিতর্ক।
পাকিস্তানের ওপেনার ফখর জামানের আউট নিয়ে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গেছে। যদিও শেষ পর্যন্ত টিভি আম্পায়ারের সিদ্ধান্তে আউট হয়েই ফিরতে হয় তাকে।
পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা ম্যাচ শেষে এ বিষয়ে মুখ খুলেছেন। তিনি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও জানিয়েছেন, তিনি মনে করেন বলটি উইকেটকিপারের গ্লাভসে পৌঁছানোর আগে বাউন্স করেছিল।
পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারে হার্দিক পান্ডিয়ার একটি ডেলিভারি ফখর জামানের ব্যাটের কানা ছুঁয়ে চলে যায় উইকেটকিপার সঞ্জু স্যামসনের হাতে।
প্রথমে মাঠের আম্পায়ার 'আউট' না দিলেও ভারতীয় ফিল্ডারদের জোরালো আবেদনের মুখে তারা তৃতীয় আম্পায়ারের সাহায্য চান।
টিভি আম্পায়ার রুচিরা পালিয়াগুরুগে বারবার রিপ্লে দেখে শেষ পর্যন্ত ফখরকে আউট ঘোষণা করেন। তখন ফখর ১৫ রানে ব্যাট করছিলেন।
রিপ্লেতে দেখা যায়, বলটি উইকেটকিপারের হাতে পৌঁছানোর আগে মাটিতে বাউন্স করে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন এবং এটিকে ভুল সিদ্ধান্ত বলে দাবি করেন।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগাকে ফখরের ডিসমিসাল নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি আসলে সিদ্ধান্তটা নিয়ে নিশ্চিত নই।
আমার কাছে মনে হয়েছে বলটা বাউন্স করেছে। আম্পায়ার ভুল করতেই পারে, সেটা স্বাভাবিক। তিনি আরও যোগ করেন, আমার চোখে মনে হয়েছে বলটা কিপারের সামনে বাউন্স করেছে, তবে আমি ভুলও হতে পারি।
সালমান বলেন, ফখর যেভাবে ব্যাট করছিল, যদি সে পাওয়ারপ্লে পার করতে পারত, তাহলে হয়তো ১৯০ রান পর্যন্ত তুলতে পারত।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন