এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দলের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার আগে খুব একটা স্বস্তিতে নেই টাইগাররা—ম্যাচের দিনও যে অধিনায়ক লিটন দাসকে নিয়ে কাটেনি দুশ্চিন্তা!
শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরের মিশন শুরু করেছে বাংলাদেশ। আজ ভারতকে হারাতে পারলে ফাইনাল অনেকটাই নিশ্চিত হবে টাইগারদের। কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন তো অধিনায়ক লিটন?
ভারত ম্যাচের দুইদিন আগে আইসিসি অ্যাকাডেমি গ্রাউন্ডের নেটে ব্যাটিং অনুশীলন করার সময় কোমরে ব্যথা পান লিটন। দলের চিকিৎসক বায়জিদ উল ইসলাম সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং ব্যথার অবস্থা পরীক্ষা করেন।
এরপরই অনুশীলন ছেড়ে উঠে যান লিটন। পরে বিসিবির পক্ষ থেকে আস্বস্ত করা হয়েছিল, সামান্য চোট পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
কিন্তু আজকের ম্যাচে লিটনের খেলা অনিশ্চিত। এখনো সামান্য ব্যথা অনুভব করছেন এই ডানহাতি। অন্য সময় হলে হয়তো এই সামান্য চোট নিয়েও খেলার কথা ভাবা যেত, কিতু এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সূচি।
আগামীকালই সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। আজ ভারতের কাছে হেরে গেলে সেই ম্যাচটা হয়ে যাবে এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল।
আর সে ম্যাচের জন্যই লিটনকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
তবে, ভারত ম্যাচে অধিনায়ককে পাওয়ার আশা ছাড়ছে না টিম ম্যানেজমেন্ট। বাংলাদেশ সময় সাড়ে ৮টায় এই ম্যাচ মাঠে গড়াবে। দল নির্বাচনের জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।
শেষ পর্যন্ত লিটন যদি ফিট হয়ে উঠতে না পারেন, তবে তার বদলে একাদশে ঢুকতে পারেন পারভেজ হোসেন ইমন।