ঢাকা বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

ভারতকে হারানো সম্ভব: টাইগার কোচ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৫, ০৫:০২ পিএম
ফিল সিমন্স। ছবি- সংগৃহীত

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ রাতে এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে উড়তে থাকা টাইগারদের সামনে এখন পর্যন্ত অপরাজিত, অপ্রতিরোধ্য ভারত।

ভারত ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। পাঁজরের পাশের পেশিতে টান লাগায় অনুশীলন অসমাপ্ত রেখেই মাঠ ছাড়তে হয় তাকে।

যদিও টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, চোট গুরুতর নয় এবং দলের পক্ষ থেকে লিটনকে নিয়ে গভীর আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

ভারতের বিপক্ষে লিটনের চমক জাগানিয়া অতীত পারফরম্যান্স দলের জন্য বড় অনুপ্রেরণা। ২০১৮ এশিয়া কাপ ফাইনালের সেঞ্চুরি।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৭ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস, কিংবা ২০২৩ বিশ্বকাপে ৬৬ রানের ইনিংস—প্রতিটিই ভারতকে চাপে ফেলার গল্প বলে।

শ্রীলঙ্কাকে হারানোর পর পাওয়া বিরতি কাজে লাগাতে বদ্ধপরিকর বাংলাদেশ দল। দলের হেড কোচ ফিল সিমন্স সংবাদ সম্মেলনে স্পষ্ট ভাষায় ভারতকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।

তিনি বলেন, ‘আমরা ভারতকে হারাতে পারি। এটা নির্দিষ্ট একটি ম্যাচ। নিজেদের দিনে সেরা খেলাটা খেলতে পারলে ভারতকে হারানো অসম্ভব নয়।’

তিনি আরও মনে করিয়ে দেন, প্রত্যেক দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। শ্রীলঙ্কা ম্যাচের পর পাওয়া বিরতি কাজে লাগাতে হবে।