বল হাতে বাইশ গজে নিজের জাদু দেখিয়ে চলেছেন সাবেক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মাইনর লিগ টুর্নামেন্টে বৃষ্টিবিঘ্নিত এক ম্যাচে তার দুর্দান্ত বোলিং নৈপুণ্যে আটলান্টা ফায়ার ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে আটলান্টা লাইটেনিংকে।
যুক্তরাষ্ট্রের পরমবীর ক্রিকেট কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ম্যাচটির দৈর্ঘ্য বৃষ্টির কারণে মাত্র ৫ ওভারে নামিয়ে আনা হয়। এমন সংক্ষিপ্ত ফরম্যাটে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সাকিবের দল আটল্যান্টা ফায়ার।
মাত্র ৫ ওভারের এই সংক্ষিপ্ত ম্যাচে ইনিংসের দ্বিতীয় ওভারেই আক্রমণে আসেন এই অভিজ্ঞ টাইগার ক্রিকেটার। এসেই নিজের চতুর্থ বলেই তিনি আউট করে দেন নিকোলাস কীর্তনকে। এই ওভারে তিনি খরচ করেন মাত্র ৪ রান।
চতুর্থ ওভারে আবার বোলিংয়ে এসে সাকিব দ্বিতীয় বলেই হিথ রিচার্ডসকে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরান। সবমিলিয়ে নিজের দুই ওভারের স্পেলে মাত্র ৬ রান খরচ করে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন সাকিব।
তার এই নিয়ন্ত্রিত বোলিং এবং মাঝে ড্রাইসডেলের জোড়া উইকেটের সুবাদে আটলান্টা লাইটেনিং নির্ধারিত ৫ ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ১৯ রানেই থেমে যায়।
জয়ের জন্য মাত্র ২০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে আটলান্টা ফায়ার শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যায়। এতে মাত্র ২.৩ ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় সাকিবের দল।
১৫ বল হাতে রেখেই নিশ্চিত হয় তাদের ১০ উইকেটের বিশাল জয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন