এশিয়া কাপের শিরোপা লড়াইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়ার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। শুরু থেকেই ফেভারিট হিসেবে টুর্নামেন্টে দাপট দেখানো দলটি অপরাজিত থেকে ফাইনালে শিরোপা নিশ্চিত করেছে।
ফাইনালে পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৪৭ রান তোলে। ওপেনার সাহিবজাদা ফারহান ৫৭ এবং ফখর জামান ৪৬ রান করলেও মাঝের ও শেষের দিকে পাকিস্তানের ব্যাটিং লাইন ধসে পড়ে। শেষ ৯ উইকেট মাত্র ৩৩ রানে হারিয়ে দলটি বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয়। ভারতের হয়ে কুলদীপ যাদব নেন ৪ উইকেট, আর বুমরা, অক্ষর ও বরুণ প্রত্যেকে নেন ২টি করে উইকেট।
১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত শুরুতে চাপে পড়ে। পাওয়ারপ্লেতে স্কোর ছিল ৩৬/৩, দ্রুত আউট হন অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুবমান গিল। তবে তিলক ভার্মা দায়িত্বশীল ব্যাটিংয়ে ফিফটি করে দলকে এগিয়ে নেন। শেষ দিকে রিংকু সিংকে সঙ্গে নিয়ে শেষ ওভারে ম্যাচ শেষ করেন তিনি। শেষ চার বলে ১৩ রান তুলে ভারত জয় নিশ্চিত করে।
পাকিস্তানের হয়ে শাহিন আফ্রিদি, ফাহিম আশরাফ ও আবরার আহমেদ ভালো বোলিং করলেও ভারতের ব্যাটিং থামাতে পারেননি। শেষ ওভারে হারিস রউফের খরুচে বোলিং পাকিস্তানের জয়ের আশা গুঁড়িয়ে দেয়।
এই জয়ের মধ্য দিয়ে ভারত এশিয়া কাপে নবম শিরোপা জয় করল যার মধ্যে সাতটি এসেছে ওয়ানডেতে এবং দুটি টি-টোয়েন্টি ফরম্যাটে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন