এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে হারালেই নিশ্চিত হতো ফাইনাল। কিন্তু সহজ ম্যাচে রান তাড়া করতে নেমে ব্যাটিং ধসের কবলে পড়ে ১১ রানে হেরে যায় বাংলাদেশ। এশিয়া কাপে নিজেদের ব্যর্থতাকে সামনে এনে ক্ষমা চেয়েছেন অধিনায়ক লিটন দাস।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, একটি দল হিসেবে আমরা এশিয়া কাপ ২০২৫-এ আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলে শিরোপা জয় করা।
কিন্তু দুর্ভাগ্যবশত সেই স্বপ্ন পূরণ হয়নি। এজন্য বাংলাদেশের সব নিবেদিতপ্রাণ সমর্থকদের কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা চাইছি।
লিটন আরও লিখেন, ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে খেলতে না পারাটা আমার জন্য ভীষণ কষ্টের ছিল। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও খেলতে পারছি না।
সুস্থ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি, এটা আমাকে দীর্ঘদিন ব্যথিত করবে।
ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিটন লিখেন, এই টুর্নামেন্টে প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকার জন্য আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই।
আমরা সত্যিই সৌভাগ্যবান যে পৃথিবীর সেরা সমর্থকরা আমাদের সঙ্গে আছেন। আশা করি খুব শিগগিরই আপনাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে পারব।
এদিকে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন