ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্টে ২-০-তে ভারত সিরিজ জয় নিশ্চিত করলেও দলের প্রধান কোচ গৌতম গম্ভীর দিল্লির পিচ নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করেছেন।
তার মতে, দিল্লির উইকেট আরও ভালো হওয়া উচিত ছিল। দ্রুতগতির বোলারদের জন্য উইকেটে ‘ক্যারি’-এর অভাব থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং টেস্ট ক্রিকেটের স্বার্থে ভালোমানের পিচের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
নিউজিল্যান্ডের কাছে দেশের মাটিতে ৩-০ ব্যবধানে হারের পর যেখানে ঘূর্ণিপাত বেশি থাকায় ব্যাটসম্যানদের বেগ পেতে হয়েছিল, ভারত এবার আহমেদাবাদ এবং দিল্লিতে অপেক্ষাকৃত ফ্ল্যাট পিচ ব্যবহার করেছে।
আহমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজ সুবিধা করতে না পারলেও দিল্লিতে তারা তুলনামূলকভাবে ভালো প্রতিরোধ গড়ে তুলেছে।
পিচের মান নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন গম্ভীর। তিনি বলেন, ‘আমি মনে করি, এখানে আমরা আরও ভালো পিচ পেতে পারতাম। দিন শেষে ফলাফল আমাদের হাতে এসেছে, কিন্তু বলের নিক (কিনারা) ক্যারি করা দরকার।’
গম্ভীর আরও বলেন, দ্রুতগতির বোলারদের জন্যও কিছু থাকা দরকার। স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এটা আমরা জানি, কিন্তু যদি দলে দুটি মানসম্মত ফাস্ট বোলার থাকে, তাদেরও খেলার সুযোগ থাকা উচিত। ক্যারি না থাকাটা কিছুটা উদ্বেগজনক।
টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন কোচ। তিনি যোগ করেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে টেস্ট ক্রিকেটকে জীবন্ত রাখা। সেই জন্য প্রথম ও প্রধান শর্ত হলো ভালো পিচে খেলা।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন