মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
আজ শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাহী হোপ।
এদিকে, দুই দলের মধ্যে লড়াই হয়েছে সমানে সমান। এখন পর্যন্ত একে অপরের বিপক্ষে প্রতিটি দলই ছয়টি করে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জয় করেছে। মোট ৪৭টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে তারা, যেখানে ওয়েস্ট ইন্ডিজের ২৪ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ২১টি এবং ২টি ম্যাচ নিষ্পত্তিহীন।
তবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিবীয়দের পাল্লাই কিছুটা ভারি, ৬ জয়ের বিপরীতে টাইগাররা জিতেছে ৪টি ম্যাচ।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন