দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫১ রানে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে। মুল্যানপুরের (নিউ চন্ডিগড়) ম্যাচে ২১৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত ১৬২ রানে গুটিয়ে যায়।
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক ৪৬ বলের ইনিংসে ৯০ রান করে দারুণ পারফরম্যান্স দেখান।
শেষ দিকে ডেভিড মিলার ও দোনোভান পেরেইরার ছোট কিন্তু কার্যকর ইনিংস দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতের হয়ে ভরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল দুটি উইকেট নেন।
বল হাতে দক্ষিণ আফ্রিকার ওটনিয়েল বার্টম্যান ২৪ রানে ৪ উইকেট তুলে নেন, এছাড়া লুঙ্গি এনগিডি, মার্কো জানসেন ও লুথো সিপামলা ২টি করে উইকেট নেন।
এ জয়ের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা ভারতের বিপক্ষে টি–টোয়েন্টিতে ১৩টি ম্যাচ জয় নিয়ে এককভাবে সর্বোচ্চ জয়ের রেকর্ড গড়ে দিল। এর আগে এই রেকর্ডে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা (১২ জয় করে)।
সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ১৪ ডিসেম্বর ধর্মশালায় অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন