বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৫:১৯ পিএম

নেইমার ম্যাজিকে সেমিতে সান্তোস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৫:১৯ পিএম

নেইমার ম্যাজিকে সেমিতে সান্তোস

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় সৌদি ছেড়ে শৈশবের ক্লাব সান্তোসে পাড়ি জমিয়েছেন নেইমার। যেখানে ফিরেই হারানো ছন্দ খুঁজে পেয়েছেন তিনি। ব্রাগান্তিনোর বিপক্ষে ফ্রি-কিকে দুর্দান্ত এক গোল করেন তিনি। 

রোববার (২ মার্চ) কম্পেওনাতো পলিস্তার কোয়ার্টার ফাইনালে ব্রাগান্তিনোর মুখোমুখি হয় নেইমারের সান্তোস। এদিন ২-০ ব্যবধানে জেতে তারা। এর মাধ্যমে সান্তোসের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। 

পুরো ম্যাচ জুড়েই স্ব-মহিমায় আলোকিত ছিলেন নেইমার। ম্যাচের ৯ মিনিটের সময় সরাসরি ফ্রি-কিক থেকে গোল করে নেইমার। ডি-বক্সের ডান প্রান্ত থেকে নেয়া ফ্রি-কিক কোন ভাবেই ঠেকানো সম্ভব ছিলো না গোলরক্ষকের পক্ষে। 

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ইন্তারন্যাসিওনাল দে লিমেইরার বিপক্ষে কর্ণার থেকে গোল করেছিলেন ‘ব্রাজিলিয়ান প্রিন্স’। 

ছবি: গোল করার পর উদযাপন করছেন নেইমার 

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মকভাবে খেলতে থাকে সান্তোস। একের পর এক আক্রমণে দিশেহারা ব্রাগান্তিনোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে ৫৬ তম মিনিটে আরও একবার এগিয়ে যায় সান্তোস। এবার দলের হয়ে অন্য গোলটি করেন জোয়াও সামিথ।

অবশ্য এই গোলেও অবদান ছিলো নেইমারের। তার কর্নার ব্রাগান্তিনোর গোলরক্ষক ঠেকিয়ে দিলে বল পান আগুস্তে, তার পাসেই জাল খুঁজে নেন সামিথ। এরপর ৭৩ মিনিটে ফ্রি-কিকের মাধ্যমে আবারো সুযোগ পান নেইমার। তবে এবার ডি বক্সের বাইরে থেকে নেওয়া তার শট ঠেকিয়ে দেন ব্রাগান্তিনোর গোলরক্ষক।

শেষ পর্যন্ত ২-০ গোলের সহজ জয় নিয়ে কম্পেওনাতো পলিস্তার সেমিফাইনাল নিশ্চিত করে নেইমারের দল।
 

আরবি/আরডি

Link copied!