বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৬:০৯ পিএম

ভারতকে কাঁপিয়ে দেশে ফিরলো হামজারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৬, ২০২৫, ০৬:০৯ পিএম

ভারতকে কাঁপিয়ে দেশে ফিরলো হামজারা

ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছায়ে ভারতের বিপক্ষে জেতার প্রত্যয়ে দেশ ছেড়েছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচটি জেতা হয়নি বাংলাদেশের। গোলশূণ্য ড্র করেছে হামজারা। তবে ম্যাচটি না জিতলেও ভারতীয় রক্ষণভাগ কাঁপিয়ে দিয়েছিল বাংলাদেশের মিডফিল্ডাররা। একের পর এক আক্রমণে পর্যুদস্ত করেছে ভারতকে।

শিলংয়ে ভারতের বিপক্ষে এএফসি কোয়ালিফায়ার ম্যাচ শেষে বুধবার (২৬ মার্চ) বিকেলে দেশে ফেরে লাল-সবুজের জার্সিধারীরা।

এর আগে গতকাল মঙ্গলবার (২৫ মার্চ) শিলংয়ে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। পুরো ম্যাচে এদিন একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি হাভিয়ের কাবরেরার দল। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজদের। এতে ভারতের বিপক্ষে ০-০ গোলে ড্র করে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।

এদিন প্রথমার্ধের ১০ মিনিটের মধ্যেই ভারতের রক্ষণভাগ কাঁপিয়ে দেয় বাংলাদেশ। হামজা-হৃদয়রা একের পর এক বল ফরোয়ার্ডদের উদ্দেশ্যে বাড়ালেও তা জালে জড়াতে ব্যর্থ হন রাকিব-মোরছালিনরা।

ম্যাচের ১৬ মিনিটে অবশ্য এগিয়ে যেতে পারত বাংলাদেশ। তবে এবার মিস করেন ইমন। জনির বাড়ানো বল হেডে জালে জড়াতে ব্যর্থ হন তিনি। এরপরেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক তপু বর্মন।

এরপর চলে মাঝমাঠ দখলের লড়াই। দুই দলই মাঝমাঠ নিয়ন্ত্রণে নিতে মরিয়া চেষ্টা চালায়। ভারত ম্যাচে নিজেদের প্রথম সুযোগ তৈরি করে ২৭তম মিনিটে। এরপর ৩১তম মিনিটে আরও একটি সুযোগ পায় ভারত। তবে এ যাত্রায় বাংলাদেশ দলের ত্রাণকর্তা হয়ে আসেন মিতুল।

এরপর ম্যাচের ৪০তম মিনিটে আরও একবার দারুণ সুযোগ পায় বাংলাদেশ। তবে এবার ভারতীয় গোলরক্ষককে একা পেয়েও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বাংলাদেশ।

এরপর দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ধীর স্থির শুরু করে দুই দলই। ৪৭ মিনিটে হামজা দেখালেন তাঁর ডিফেন্সিভ ম্যাজিক। বাঁ উইং চিরে বল নিয়ে দৌড়ে যাচ্ছিলেন ভারতের লিষ্টন। বেশ দূর থেকে দৌড়ে এসে তাঁকে ট্যাকল করেন হামজা। লিস্টন দৌড়ে ভেতরে ঢুকলে বিপদ হতে পারত বাংলাদেশের।

এরপর ৭৩ মিনিটে দারুণ সুযোগ তৈরি করে ভারত। কর্নার থেকে ভেসে আসা বলে মার্কারকে দূরে ঠেলে হেড নিয়েছিলেন ভারতের ডিফেন্ডার শুভাশীষ। বুলেট গতির হেড পোস্টের পাশ দিয়ে চলে যায়।

ম্যাচের শেষ দিকে বাংলাদেশ বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তবে বল জালে জড়াতে পারেনি কেউই। এতে ফল গোলশূন্য রেখেই শেষ বাঁশি বাজান রেফারি। ম্যাচের শেষ দিকে বাংলাদেশ বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। তবে বল জালে জড়াতে পারেনি কেউই। এতে ফল গোলশূন্য রেখেই শেষ বাঁশি বাজান রেফারি।

পুরো ম্যাচেই নজর কেড়েছেন বাংলাদেশের নতুন মুখ হামজা। ডিফেন্স ও মিডফিল্ডে দুর্দান্ত খেলেছেন তিনি। প্রতিপক্ষের পাস কেটেছেন, বল ক্লিয়ার করেছেন এবং আক্রমণেও ভূমিকা রেখেছেন। অভিষেক ম্যাচেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।

আগামী নভেম্বরে ‘সি’ গ্রুপের ম্যাচে আবারও ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচে ভুল শুধরে পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার আশা থাকবে দলটির।

আরবি/আরডি

Link copied!