বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১২:২৩ পিএম

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ড গেলেন হামজা চৌধুরী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৫, ১২:২৩ পিএম

বাংলাদেশ মাতিয়ে ইংল্যান্ড গেলেন হামজা চৌধুরী

ছবি: সংগৃহীত

গত ১৭ মার্চ সকালে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশে আসেন। ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক ম্যাচ খেলার পর গতকাল দেশে ফিরেন। আর এবার দেশে ফিরেই আবারও ক্লাবের ডিউটি পালন করতে ইংল্যান্ড গেলেন।

বৃহস্পতিবার সকালে তিনি ইংল্যান্ডের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশ ত্যাগ করেছেন। জানা গেছে, তিনি ঢাকা থেকে সিলেট পৌঁছানোর পর সেখান থেকে ম্যানচেস্টারের উদ্দেশে ফ্লাইট ধরেছেন।

গত ১০ দিন বাংলাদেশে ক্রীড়া মহলে ছিলেন হামজা। তার নিজের জেলা হবিগঞ্জে ১৭ ও ১৮ মার্চ তিনি ব্যাপক সংবর্ধনা এবং ভালোবাসা পেয়েছেন। ১৮ মার্চ রাতে তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন এবং পরদিন ঢাকায় অনুশীলন করেন। ২০ থেকে ২৫ মার্চ তিনি ভারতের শিলংয়ে ম্যাচ খেলেন।

হামজার বাংলাদেশে আগমনের পর ফুটবল নিয়ে উন্মাদনা বেড়েছে কয়েকগুণ। সবার মনোযোগ ছিল বাংলাদেশ-ভারত ম্যাচের দিকে। দীর্ঘদিন পর বাংলাদেশ ফুটবল দলের ম্যাচ নিয়ে এত বেশি আগ্রহ সৃষ্টি হয়েছে। হামজা ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়ে সবার মন জয় করেছেন। শুধু খেলা নয়, তার আচার-আচরণও প্রশংসনীয়। বড় মাপের ফুটবলার হলেও সতীর্থদের প্রতি তার সম্মান এবং বিনয়ী মনোভাব তাকে অল্প সময়ে সবার হৃদয়ে জায়গা করে দিয়েছে।

এদিকে, এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে। ঐ ম্যাচ খেলতে হামজা পুনরায় বাংলাদেশে আসবেন বলে জানা গেছে। 

আরবি/এফআই

Link copied!