জাপানের ক্লাব কাওয়াসাকি ফ্রন্তালের কাছে ৩-২ গোলে হেরে এএফসি চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।
বুধবার (৩০ এপ্রিল) এএফসি এশিয়ান চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে দুবাইয়ের ‘কিং আব্দুল্লাহ স্পোর্টস’ সিটি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।
এদিন ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই গোল হজম করে বসে আল নাসর। ম্যাচের ১০তম মিনিটে দারুণ এক ভলিতে ফ্রন্তালেকে এগিয়ে নেন তাতসুয়ে। জবাব দিতে অবশ্য দেরি করেনি আল নাসর।
ম্যাচের ২৮তম মিনিটে দলকে সমতায় ফেরান সাদিও মানে। এরপর দলকে এগিয়ে নেওয়ার সুযোগ আসে রোনালদোর কাছে। যদিও সিআরসেভেন সেটি কাজে লাগাতে পারেননি। তার হেড বাধা পায় ক্রসবারে। উল্টো বিরতিতে যাওয়ার আগে ওজেকির গোলে আবারও এগিয়ে যায় জাপানের ক্লাবটি।
ম্যাচের ৭৬তম মিনিটে আকিহিরোর বাঁ পায়ের শটে আবারও এগিয়ে যায় কাওয়াসাকি ফ্রন্তালে। দুই গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া চেষ্টা চালায় আল নাসর।
নির্ধারিত সময় শেষ হওয়ার তিন মিনিট বাকি থাকতে আইমানের লক্ষ্যভেদি শট জালে জড়ালে নতুন করে আল নাসরের আশা জাগে। অতিরিক্ত সময়ে রোনালদো সুযোগ নষ্ট না করলে হয়তো ম্যাচ সমতায়ও আসত।
ম্যাচের ৯৫তম মিনিটে কাওয়াসাকির গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি সিআরসেভেন। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় তার দলকে।
আপনার মতামত লিখুন :