ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

পাক-ভারত উত্তেজনার মধ্যেও অরুণাচলে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০৯:৩৪ পিএম
বাংলাদেশ অ-১৯ দল। ছবি: সংগৃহীত

মঙ্গলবার ভোররাত থেকে পাকিস্তান ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত দক্ষিণ এশিয়া। এই পরিস্থিতির মধ্যেই আগামী (৯ মে) শুরু হতে যাচ্ছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ।

এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল গতকালই ভারতে পৌঁছেছে এবং আজ (বুধবার) বিকেলে প্রথম অনুশীলন করেছে।

ঘণ্টাব্যাপী অনুশীলন শেষে দলের কোচ গোলাম রব্বানী ছোটন ভিডিও বার্তায় খেলোয়াড়দের মনোভাবের কথা জানান। তিনি বলেন, দীর্ঘ ভ্রমণের পর প্রথম দিনের অনুশীলন ভালো হয়েছে এবং ছেলেরা স্বাভাবিক খেলা খেলতে পারলে ভালো ফল আশা করা যায়।

দলের সেন্ট্রাল ডিফেন্ডার আশিকুর রহমান জানান, আবহাওয়া ভালো থাকায় তাদের প্রস্তুতি ভালো হয়েছে। এবং মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচ জিতে তারা ফাইনালে যাওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন।

পাক-ভারত যুদ্ধাবস্থা তৈরি হলেও এর প্রভাব অরুণাচলে না পড়ায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আপাতত চিন্তিত নয়। তবে ফেডারেশন দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।

বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানান, এটি সাফের টুর্নামেন্ট এবং স্বাগতিক এআইএফএফ যেকোনো সমস্যা মোকাবিলায় প্রস্তুত। এখন পর্যন্ত কোনো সমস্যা না হওয়ায় তারা আশা করছেন টুর্নামেন্ট স্বাভাবিকভাবেই অনুষ্ঠিত হবে।