ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন আফঈদা খন্দকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৭:০৫ পিএম
জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। ছবি- সংগৃহীত

ক্রীড়া, কলা ও সংস্কৃতি বিভাগে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই সম্মাননা গ্রহণ করেন তিনি।

এই পুরস্কার পেয়ে ভীষণ উচ্ছ্বসিত আফঈদা। নিজের ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি তার অনুভূতি প্রকাশ করেন। আফঈদা লেখেন, আজকের এই অর্জন আমার জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্যারের হাত থেকে ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে সত্যিই গর্বিত ও কৃতজ্ঞ।

তিনি তার পরিবার, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য অর্জন করা সম্ভব হতো না। একই সাথে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান তরুণদের স্বেচ্ছাসেবী কাজের স্বীকৃতি দেওয়ার জন্য।

রক্ষণভাগের এই ফুটবলারের অর্জনের তালিকা বেশ দীর্ঘ। তার নেতৃত্বে বাংলাদেশ দল সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর প্রথমবারের মতো এশিয়ান কাপেও নিজেদের জায়গা করে নিয়েছে।